১। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের পটভূমি :
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন-১৯৯৮ (১৯৯৮ সনের ১২ নং আইন) অনুসারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। বিগত ২ ডিসেম্বর ১৯৯৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে ২৭ মে ১৯৯৯ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
২। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যাবলী :
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন-১৯৯৮ (১৯৯৮ সনের ১২ নং আইন) এর ২২ ধারা অনুসারে :
(ক) পার্বত্য জেলা পরিষদের অধীনে পরিচালিত সকল উন্নয়ন কর্মকান্ডসহ উহাদের আওতাধীন এবং উহাদের উপর অর্পিত বিষয়াদি সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়সাধন;
(খ) পৌরসভাসহ স্থানীয় পরিষদসমূহ তত্ত্বাবধান ও সমন্বয়সাধন;
(গ) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যাবলীর সার্বিক তত্ত্বাবধান;
(ঘ) পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়নের তত্ত্বাবধান ও সমন্বয় সাধন;
(ঙ) উপজাতীয় রীতি-নীতি, প্রথা ইত্যাদি এবং সামাজিক বিচার সমন্বয় ও তত্ত্বাবধান;
(চ) জাতীয় শিল্পনীতির সহিত সংগতি রাখিয়া পার্বত্য জেলাসমূহে ভারী শিল্প স্থাপনের লাইসেন্স প্রদান;
(ছ) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানকার্যক্রম পরিচালনা এবং এনজিও কার্যাবলীর সমন্বয় সাধন;
৩। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের গঠন কাঠামো :
চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রধান। তিনি একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। পরিষদ নিম্নবর্ণিত সদস্যদের নিয়ে গঠিত :
১। চেয়ারম্যান
২। ১২ (বার) জন উপজাতীয় সদস্য
৩। ৬ (ছয়) জন অ-উপজাতীয় সদস্য
৪। ২ (দুই) জন উপজাতীয় মহিলা সদস্য
৫। ১ (এক) জন অ-উপজাতীয় মহিলা সদস্য
৬। তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, পদাধিকার বলে সদস্য।
৪। জনবল :
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাংগঠনিক কাঠামোতে বর্তমানে মোট ৬৯ টি পদ আছে। পরিষদে যুগ্ম-সচিব পর্যায়ের মুখ্য নির্বাহী কর্মকর্তার ০১টি পদ, উপসচিব পর্যায়ের নির্বাহী কর্মকর্তার ০২টি পদ আছে। এছাড়া একান্ত সচিব ০১টি, সহকারী নির্বাহী কর্মকর্তার ০৪টি পদসহ মোট ১২টি কর্মকর্তা ও ৫৭টি কর্মচারীরসহ মোট ৬৯টি পদ নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাংগঠনিক কাঠামো গঠিত।